আবু সাঈদ শান্ত, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে চুরি হওয়া কাভার্ডভ্যান উদ্ধার করেছে যশোর ডিবির এলআইসি টিম। এসময় চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) ভোরে যশোরের বাহাদুরপুর গ্রামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মাসুম (২০), শাহিদুর রহমান (২৬) ও সিজান (২০)। এদিন বিকালে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জেলা ডিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ নভেম্বর রাত ৮টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বন্দরের ২নং গেটের সামনের সড়কের ওপর কাভার্ডভ্যানটি রেখে বাড়ি যান চালক মাসুদ রানা। পরের দিন ভোর ৫টার দিকে চালক এসে দেখেন কাভার্ডভ্যানটি নেই। এ ঘটনায় তিনি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক রইচ আহমেদের নেতৃত্বে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে রোববার ভোরে যশোরে অভিযান চালায়।
এসময় যশোর-মাগুরা সড়কের পার্শ্ববর্তী বাহাদুরপুর গ্রাম থেকে কাভার্ড ভ্যান উদ্ধার এবং ওই তিনজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডিবি পুলিশকে জানিয়েছে, আসামিরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য এবং ঘটনাস্থল থেকে তারা কাভার্ডভ্যানটি চুরি করে নিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় চুরির মামলা রুজু করা হয়েছে।

