বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ (২৮ নভেম্বর) প্রকাশিত জনশুমারির চূড়ান্ত প্রতিবেদনে জানায়, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন এবং নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন।
২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সারাদেশে একযোগে সপ্তাহব্যাপী এই জনশুমারি অনুষ্ঠিত হয়। এতে ১৫ বছরের বেশি বয়সী ১২ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৮৮৬ জনের তথ্য সংগ্রহ করা হয়।
জনশুমারির ফলাফল অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,২৪৬ জন। জনসংখ্যার বৃদ্ধির হার ০.৯৯%।
জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসার কারণ হিসেবে বিবিএস বলছে, পরিবার পরিকল্পনা কর্মসূচির সাফল্য, শিক্ষার হার বৃদ্ধি, নারীর কর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাস।
জনশুমারির ফলাফলের ভিত্তিতে আগামী ২০৪১ সালে বাংলাদেশের জনসংখ্যা ২১ কোটি ৭০ লাখ এবং ২০৫১ সালে ২৫ কোটি ৫০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

