থানার সামনে বাসে আগুন

আরো পড়ুন

কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে পুলিশের জব্দকৃত হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে বাসটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বাসটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে হঠাৎই কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের জব্দকৃত হানিফ পরিবহনের বাসটিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। তবে এরই মধ্যে বাসটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। তবে তার ধারণা কোনো নাশকতা নয়, শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে।

একই দাবি করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা।

এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটিতে থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ওসি লিয়াকত আলী জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ