রাজধানীর ধানমন্ডি এলাকায় এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, ওই গৃহকর্মীর নাম সুমি। তিনি বরিশাল জেলার বাসিন্দা। তিনি রাজধানীর ধানমন্ডির ১১ নম্বর রোডের ৪০/বি নম্বর বাড়িতে কাজ করতেন।
সুমি ৯৯৯-এ ফোন করে তার নির্যাতনের কথা জানান। তিনি বলেন, “আমাকে ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইবো। আমাকে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি নিজেই গলায় দড়ি দিমু। আমাকে বাঁচান।”
সুমির ফোন পেয়ে ৯৯৯-এর কর্তৃপক্ষ দ্রুত ধানমন্ডি থানা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, সুমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল। তাকে মারধর, লাঞ্ছিত করা হতো। এছাড়া তাকে খাবার ও ঘুমের সুযোগও দেওয়া হতো না।
পুলিশ সুমিকে তার অভিভাবকের জিম্মায় দিয়ে দেয়। তবে সুমি ও তার বাবা-মা আইনি পদক্ষেপ নিতে বা লিখিত অভিযোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেন।
এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

