আবু সাঈদ শান্ত, বেনাপোল (প্রতিনিধি) যশোরঃ
বুধবার (২২ নভেম্বর) বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী এলাকায় বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান পরিচালনা করে মাদক মামলার ০৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ রহমত আলী (৫২) কে গ্রেফতার করে।
মো. রহমত আলী বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি বাড়িতে গোপনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

