আবু সাঈদ শান্ত, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
বেনাপোলে পোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১০টার সময় বেনাপোল পৌরসভার বড় আঁচড়া ওয়ার্ডের এমপি মার্কেটের সামনে থেকে গাঁজাসহ মো. নজরুল ইসলামকে (৪১) আটক করা হয়। আটক নজরুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের জহর আলী সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া এমপি মার্কেটের সামনে থেকে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলামকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মুল্য ৬০ হাজার টাকা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, প্রতিদিনের মতো আজও মাদকবিরোধী অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

