গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং বাংলাদেশে রাজনীতির নামে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রদীপ প্রজ্বলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন আর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, পুনশ্চ যশোরের সাধারণ সম্পাদক পান্না লাল দে, সুরধুনী যশোরর যুগ্ম-সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, ব্যঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, স্পন্দন যশোরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন প্রমুখ।

