যশোরের মনিরামপুর উপজেলায় ১০ পিচ স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারিকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামি হলেন মানিকগঞ্জের সিংড়া থানার নুরুল ইসলামের ছেলে জাহিদুর রহমান।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকার বাঁধা ঘাটা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, যশোর ডিবি পুলিশের একটি টিম অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে ১০ পিচ স্বর্ণের বার (১ কেজি ১ শ ৬৬ গ্রাম) উদ্ধার করা হয়।
আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা করা হবে বলে জানান তিনি।
পুলিশ জানায়, আটককৃত জাহিদুর রহমান পেশায় স্বর্ণ ব্যবসায়ী। তিনি ভারত থেকে অবৈধভাবে স্বর্ণ এনে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিলেন।

