ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যু

আরো পড়ুন

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশি এক ট্রাক চালকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু  হয়েছে। তার নাম নাজমুছ শাহাদাৎ বাবলু (৫৬)। সে যশোরের ঝিকরগাছা পৌরসভার সরদার পাড়ার বাসিন্দা।

বুধবার (১১ অক্টোবর) রাত ৯টার সময় তার মৃত্যু হয়।

ট্রাক চালক বাবলুর মৃত্যুর খবর বেনাপোল ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ঘেনা নিশ্চিত করে জানান, ঢাকা মেট্রো ট ১৮-৩০৫৩ নম্বরের একটি ট্রাকে করে গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ লি. এর পাটজাত রপ্তানি পণ্য নিয়ে বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। গাড়িতে থাকা মালামাল খালি না হওয়ায় বাবলু  পেট্টাপোল বন্দরে অবস্থান করছিলেন। হঠাৎ রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মরদেহ বর্তমানে ভারতের ২৪ পরগণা জেলার বনগাঁ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে বলে তিনি জানান।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন ও ট্রাফিক) মোঃ রেজাউল করিম জানান, বাংলাদেশি ট্রাক চালকের মরদেহ দেশে ফেরত আনার জন্য পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারত থেকে বাংলাদেশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ