সাতক্ষীরায় ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আরো পড়ুন

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকার স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণসহ চোরাকারবারিকে আটক করা হয়।

আটক চোরাকারবারির নাম জাহাঙ্গীর হোসেন (২৮)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। জাহাঙ্গীর পেশায় একজন মটর ভ্যান চালক।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে যে, শনিবার (৯ সেপ্টেম্বর) সদর উপজেলার তলুইগাছা বিওপি’র এলাকাধীন সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এবং রেফারেন্স পিলার ৩ হতে ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার কেড়াগাছি এলাকা দিয়ে চোরাকারবারিরা বাংলাদেশ হতে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল আশরাফুল হক, পিএসসি, জি এর দিক নির্দেশনায় উপ অধিনায়ক মেজর এস কে এম কফিল উদ্দীন এর নেতৃত্বে তলুইগাছা বিওপি‘র হাবিলদার মোঃ মেজবাহসহ বিজিবি’র একটি চৌকষ আভিযানিক দল ওই এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় দুপুর সাড়ে ১২ টার দিকে উক্ত এলাকা দিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ী নিয়ে যাওয়ার পথে জাহাঙ্গীর হোসেনকে আটক করে বিজিবি সদস্যরা। পরবর্তীতে আভিযানিক দল আটককৃত ভ্যানগাড়ী তল্লাশী করে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে।

চোরাকারবারীরা স্বর্ণের বারগুলো কৌশলে ভ্যানগাড়ীর ব্যাটারি বক্সের মধ্যে লুকিয়ে বহন করছিল। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৩২ গ্রাম ৯৬০ মিলি গ্রাম। যার মূল্য ১ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক পিএসসি জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ