কাজী শাহেদ আহমেদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে

আরো পড়ুন

দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

এক শোকবার্তায় তিনি মরহুম কাজী শাহেদ আহমেদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাজী শাহেদ আহমেদ বাংলাদেশের সংবাদপত্র শিল্পে আধুনিক ধারার প্রচলনে পথিকৃৎ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালনে, বিশেষ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি একজন সফল শিল্পোদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সাহিত্যানুরাগী ছিলেন। লেখক হিসেবে বেশ কয়েকটি সাহিত্যকর্ম রেখে গেছেন তিনি। সৃষ্টিশীল কর্মবীর হিসেবে কাজী শাহেদ আহমেদ দেশ ও জনগণের সেবা করে গেছেন। তার এই অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ