এশিয়া কাপ খেলতে দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল। ইতোমধ্যে বিমানবন্দরেও পৌঁছে গেছেন খেলোয়াড়রা। তবে অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারছেন না লিটন কুমার দাস।
আগামী ৩০ আগস্ট শুরু এশিয়া কাপ। পরদিন পাল্লাকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই উদ্দেশে আজ কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, লিটন দাস জ্বরে ভুগছেন। তিনি বলেন, লিটনের জ্বর এসেছে। তবে ডেঙ্গু পরীক্ষা করে দেখা গেছে নেগেটিভ। সে সুস্থ হলে কাল রওনা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে বিকল্প নিয়ে ভাববো আমরা।
লিটন দাসের মতো বাংলাদেশের প্রথম বহরে শ্রীলঙ্কায় যেতে পারছেন না তানজিম হাসান সাকিবও।
যদিও তরুণ এই ক্রিকেটারের আগে থেকেই ভিন্ন ফ্লাইটে চড়ে দেশ ছাড়ার কথা। চোটে আক্রান্ত পেসার ইবাদত হোসেনের বদলি হিসেবে পরে দলে আসায় তার টিকিটও কাটা হয় পরে। তারও আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার কথা।

