রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীর তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাস কারাদণ্ড দেয়া হয়েছে। তবে রায়ের আগেই আদালত দুজন থেকে পালিয়ে গেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দিদার হোসেন সজিব, ইসহাক, ইউসুফ আলী, মোজাহিদুল ইসলাম, আওরঙ্গজেব ও সুলতান মাহমুদ।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান বলেন, আসামিদের মধ্যে ইসহাক ও আওরঙ্গজেব জামিনে ছিলেন। তারা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দাখিল করেন। রায় ঘোষণার সময় তাদের খুঁজলে পাওয়া যায়নি। তারা আদালত থেকে পালিয়ে গেছেন। পরে আদালত তাদের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন। অপর চার আসামি শুরু থেকে পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ অক্টোবর বিএনপি জামায়াতসহ ১৮ দলের ডাকা হরতাল চলাকালে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ২০-২৫ জন জামায়াত-শিবির একটি মিছিল বের করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কোর শহীদ তাজ উদ্দিন স্বরণীতে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানার এএসআই আ. মালেক দ্রুত বিচার আইনে মামলাটি করেন। মামলাটি তদন্ত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।
এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

