এক্সপ্রেসওয়েতে টোল নির্ধারণ: বাস ১৬০ টাকা, ট্রাকে সর্বনিম্ন ৮০

আরো পড়ুন

অবশেষে যাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আগামী ২ সেপ্টেম্বর এই এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে এক্সপ্রেসওয়ের এই অংশের টোলও ঘোষণা করা হয়েছে। ১৬০ টাকায় বাস এবং সর্বনিম্ন ৮০ টাকায় ট্রাক চলাচল করবে এই এক্সপ্রেসওয়েতে।

রবিবার (২০ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বিমানবন্দর এলাকার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার অংশ আগামী ২ সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলার মাঠে সুধী সমাবেশ করা হবে।

সেতুমন্ত্রীর ব্রিফিংয়ে জানানো হয়, এক্সপ্রেসওয়ের এই অংশের জন্য যানবাহনকে চার ক্যাটাগরিতে ভাগ করে টোল নির্ধারণ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে রয়েছে কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, ১৬ বা তার কম সিটের মাইক্রোবাস এবং তিন টনের কম হালকা ট্রাক। এসব যানবাহনের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা।

দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েঠে ছয় চাকা পর্যন্ত মাঝারি আকারের ট্রাক, যেগুলোকে টোল দিতে হবে ৩২০ টাকা। তৃতীয় ক্যাটাগরিতে ছয় চাকার বেশি বড় আকারের ট্রাকের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। আর চতুর্থ ক্যাটাগরিতে রয়েছে ১৬ বা তার বেশি সিটের সব ধরনের বাস, যেগুলোকে টোল দিতে হবে ১৬০ টাকা।

এর আগে গত ১৪ আগস্ট বনানীতে সেতু ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশ উদ্বোধনের তারিখ ২ সেপ্টেম্বর ঘোষণা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ