যশোরের ঝিকরগাছায় বাস চাপায় ফয়সাল আহমেদ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) বিকালে ঝিকরগাছার রজনীগন্ধা কোল্ডস্টোরের সামনে এ ঘটনা ঘটে। সে ঝিকরগাছা উপজেলার গদখালি মটবাড়িয়া গ্রামের শফিউর রহমানের ছেলে এবং তাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ।
নিহতের বাবা শফিউর জানান, বিকেলে ব্যাক্তিগত কাজে ফয়সাল মোটরসাইকেল যোগে ঝিকরগাছা বেনেয়ালী যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে রজনীগন্ধা কোল্ডস্টোরের সামনে পৌছালে বেনাপোল থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস চাপা দেয় তাকে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার ঢাকায় নেয়ার পথে তিনি মারা যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তামিমুল হক রিজভী জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। তার মাথায় গুরুত্বর আঘাত থাকায় তাকে ঢাকায় রেফার করা হয়।

