বিএনপি নব্য পাকিস্তান হিসেবে গড়ার চেষ্টা করেছে’

আরো পড়ুন

বিএনপি বাংলাদেশকে নব্য পাকিস্তান হিসেবে গড়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু। তিনি বলেন, ‘আমরা ৭৫ এ জেল থেকে বের হয়ে দেখলাম বাংলাদেশ বেতারের জায়গায় রেডিও বাংলাদেশ হয়ে গেল, জয় বাংলার জায়গায় বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গেলো। পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ম্লান করে দিতে চেয়েছিল। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এমনকি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল।

রবিবার (১৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোজাফফর হোসেন পল্টু বলেন, ‘আমাদের দেশের বিজয়ের মাত্র ৪৪ মাসের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। কারাগার কত নিরাপদ জায়গা, সেখানে ঢুকে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, ‘একটা কথা ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধুই চিনিয়েছেন যে আমরা বাঙালি। সে বাঙালিত্ব আমাদের রক্ষা করতে হবে। দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। সময়ের বিবর্তনে তিনি আমাদের মাঝে নেই। তবে তার ইচ্ছে পূরনের জন্য আমরা এখনও রয়েছি।’

বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন– উন্নয়ন বার্তার সম্পাদক আনোয়ার হোসেন ভুইয়া, বিএসপির সাধারণ সম্পাদক এম জে কিবরিয়া প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ