কবরস্থান থেকে কঙ্কাল চুরি

আরো পড়ুন

দিনাজপুরে কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয় বলে জানান স্থানীয় চেয়ারম্যান শাহিনুর ইসলাম চৌধুরী।

শুক্রবার বিকেলে বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামের তুলসীপুর কবরস্থানের কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়।

মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম চৌধুরী জানান, শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন কবরস্থানে ঘাস কাটতে গিয়ে কবরগুলো উন্মুক্ত দেখতে পায়। পরে তাকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। কবরগুলো ৬ মাস থেকে ১ বছরের পুরনো বলে স্থানীয়রা ধারণা করছেন। কবরের পাশে মানুষের পরিত্যক্ত কাপড় পাওয়া গেছে বলে তিনি জানান।

সংবাদ পেয়ে শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ সুমন, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ