চাঁদাবাজির মামলা করায় ইউপি সদস্যকে কোপালেন চেয়ারম্যান

আরো পড়ুন

সিরাজগঞ্জের বেলকুচিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করায় আব্দুর রাজ্জাক নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে উপজেলার তামাই বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাককে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, শুক্রবার বিকেলে তামাই গ্রামে এক আত্মীয়ের কুলখানি অনুষ্ঠান থেকে ফেরার পথে জহুরুল চেয়ারম্যানের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। এ সময় আমাকে কুপিয়ে জখম করা হয়েছে। ভাঙ্গাবাড়ি ইউনিয়নের উত্তর বানিয়াগাঁতী প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে আমাকে সভাপতি মনোনীত করা হয়। চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া ওই প্রকল্পের সভাপতি হতে না পারায় প্রকল্পের কাজ বাঁধাগ্রস্ত করার চেষ্টা করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময় চাঁদা দাবি করায় গত ৩ আগস্ট সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছি। মামলার পর থেকে চেয়ারম্যান আমাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে আমার ওপরে হামলা হয়েছে।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে বিষয়টা জানতাম না। আর মেম্বর রাজ্জাকের ওপর হামলার ব্যাপারেও আমি কিছু জানি না। রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রক্তাক্ত অবস্থায় থানায় এসে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। আমরা তাকে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি আশ্রয়ণ প্রকল্পে বালু সরবরাহকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝামেলা হয়েছে, মামলা মোকদ্দমাও আছে। এসব নিয়েই মারধরের ঘটনা ঘটতে পারে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ