মাদক মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন

আরো পড়ুন

কক্সবাজারে ক্রিস্টালমেথ (আইস) পাচার মামলায় এক রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন। মামলার রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট দীলিপ কুমার ধর।
সাজাপ্রাপ্তরা হলেন টেকনাফ হ্নীলা জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৩ এর মৃত ইব্রাহিমের ছেলে সৈয়দুল ইসলাম।

মামলার নথির বরাতে অ্যাডভোকেট দীলিপ কুমার ধর বলেন, গত ২০২২ সালের ১৯ মে রাতে টেকনাফ জোড়া বিএসপি খাল থেকে মাদকের বড় চালান পাচারের খবরে ২ বিজিবি সজাগ থাকে। এক পর্যায়ে কেওড়া বাগান থেকে আসা সন্দেহজনক একজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। আটকের দেহ তল্লাশি করে গামছা মোড়ানো ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শুনানি শেষে তাকে এ শাস্তি দেয়া হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ