কারিগরি ত্রুটি কাটিয়ে মেট্রোরেল ফের চালু

আরো পড়ুন

কারিগরি ত্রুটি কাটিয়ে সোয়া ২ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রোরেল। বেলা ১১টা ৪৫ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মেট্রোরেলের লাইনে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশনগুলোর মধ্যে শেওড়াপাড়া সাবস্টেশন বৈদ্যুতিক লাইন ফেইল করায় সকাল সাড়ে ৯টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানান, সার্কিট ডাউন হয়েছিল। অটোমেটিকভাবেই আবার ঠিক হয়ে গিয়েছিল। তবে কোথায়, কেন এই সমস্যা হলো তা ফিজিক্যালি দেখতেই দুই ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।

তিনি আরো জানান, যাত্রী নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে রিপোর্ট দিবে। আর যেনো এমন না হয় সেই ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তবে টিকিট বিক্রি করা হচ্ছিল না। পরে মেট্রোরেল চালু হওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ