মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের ১২ ঘণ্টায় নিয়মিত অভিযানে ১০ আসামি গ্রেফতার করেছে।
রবিবার (৬ আগস্ট) দিবাগত রাতের বিভিন্ন সময়ে সোমবার (৭ আগস্ট) ভোররাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন গ্রামের পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (৭ আগষ্ট) বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

