এবার ডেঙ্গুজ্বরের প্রকোপ গ্রামে

আরো পড়ুন

সারাদেশে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গুজ্বর। জেলা শহরের পাশাপাশি এবার গ্রামেও বাড়ছে প্রকোপ। চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও অনেক হাসপাতালে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন রোগীরা।

যদিও কর্তৃপক্ষের দাবি, সমস্যা সাময়িক।

বরগুনায় প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়তে থাকলেও জেলা সদর হাসপাতালে নেই কোনো মেডিসিন বিশেষজ্ঞ। এতে মুমূর্ষু রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। অনেককে পাঠিয়ে দেয়া হচ্ছে বরিশালে কিংবা ঢাকায়।

জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বাহাউদ্দিন বলেন, এখানে মেডিসিন বিশেষজ্ঞ নাই, যারই ডেঙ্গু ধরা পড়ে সেই বরিশালে ভালো ডাক্তার দেখাতে যায়।

আক্রান্ত হলেও এনএস-ওয়ান পরীক্ষায় ধরা পড়ছে না ডেঙ্গু, কিটের কার্যকারিতায় প্রশ্নআক্রান্ত হলেও এনএস-ওয়ান পরীক্ষায় ধরা পড়ছে না ডেঙ্গু, কিটের কার্যকারিতায় প্রশ্ন তবে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে বলে দাবি করেছেন বরগুনা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক লোকমান হাকিম।

নরসিংদীতে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বাড়ছে ডেঙ্গু রোগী। চাপ সামলাতে সদর হাসপাতালে আলাদা দুটি ডেঙ্গু ইউনিট চালু করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে জামালপুর জেনারেল হাসপাতালে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে হাসপাতালের অনেক ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে বলে জানালেন রোগীরা।

ডেঙ্গু রোগী হাসান বলেন, জ্বর হওয়ার পর থেকে অনেক দাম দিয়ে হাসপাতালের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।

স্যালাইন সংকটের কথা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সোহা।

একই অভিযোগ, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের রোগীদের। অনেক পরীক্ষা বাইরে থেকে করতে হচ্ছে বলে দুর্ভোগে পড়ছেন রোগীরা।

ফরিদপুরে দিন দিন জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। সদর হাসাপাতালের হিসাবে জেলায় এখন পর্যন্ত মারা গেছেন চার জন।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখাসহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ