খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

আরো পড়ুন

খুলনায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহাগ পাটোয়ারী নামে এক যুবককে হত্যা করেছে।

সোমবার দিবাগত মধ্য রাতে নগরীর ৪নং কাশেম সড়ক সবুজপল্লী এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১২টার দিকে ফোন করে সোহাগকে ডেকে নেয় দুর্বৃত্তরা। সবুজপল্লী প্রধান সড়কের পাশে পৌছামাত্র ওৎপেতে থাকা দুর্বৃত্তরা চা-পাতি ও ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ