যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে তোরাব আলী সেখ (৫৭) নামে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ জুলাই) রাত ১ টা ৪০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত তোরাব আলী সেখ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খড়িবাড়িয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।

জেলসুপার সুরাইয়া আক্তার জানান, মাগুরা জেলা ও দায়রা জজ আদালত একটি হত্যা মামলায় তোরাব আলীকে ২০০৫ সালের ৩০ জানুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এরপর থেকে দেশের বিভিন্ন কারাগারে ছিলেন তোরাব আলী। ২০২০ সালে ১৬ নভেম্বর তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। তার শারীরিক অবস্থা খুব একটা খারাপ ছিলো না। রোববার দিবাগত রাত ১টা ২৫মিনিটে হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হয়। এ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পরে তার মৃত্যু ঘটে।

জানতে চাইলে হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার আসিফ মোহাম্মদ আল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তোরাব আলীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ