চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মোটরসাইকেল চুরি

আরো পড়ুন

রচাঁপাইনবাবগঞ্জে পুলিশের মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনাটি পুলিশের মধ্যেই ব্যাপক তোলপাড় শুরু করেছে।

মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই শরিফের এ্যাপাচি মোটরসাইকেলটি কোর্ট এলাকা হতে চুরি হয়ে যায়। এ ঘটনার পর টনক নড়ে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি ও সদর মডেল থানা পুলিশের। তারা পৃথকভাবে চুরি যাওয়া মোটরসাইকলটি উদ্ধারে ক্লান্তিহীন অভিযান শুরু করেছে, কিন্ত রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেনের সাথে যোগাযোগ কর হলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে, দ্রুত মোটরসাইকেলটি উদ্ধারসহ চোর চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল চোর চক্র জেলার বাইরে থেকে এসে চুরি করে চলে যাচ্ছে। তবে দ্রুত তাদের গ্রেফতার করা সম্ভব হবে, এজন্য পুলিশ নিরলসভাবে কাজ করছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ