পানিতে পড়ে মাদরাসার ছাত্রের মৃত্যু

আরো পড়ুন

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় পানিতে পড়ে আব্দুল্লাহ আল নোমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে পানিতে পড়ে মারা যাওয়া আব্দুল্লাহ আল নোমান দক্ষিণ গন্ডামারা মুয়াজ্জিন বাড়ির মো. ফরিদ এর একমাত্র সন্তান।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গন্ডামারায় ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এর দক্ষিণ গন্ডামারা মুয়াজ্জিন বাড়ির ফরিদের পুত্র স্থানীয় দিদারিয়া মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল নোমান, বাড়ির পাশে পুকুরে খেলার ছলে পড়ে গেলে ডুবে যায়।

স্থানীয় জনগণ সোমবার সন্ধ্যায় তাকে খুঁজে পেয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সমাজকর্মী আলমগীর মাহফুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, একমাত্র সন্তানকে হারিয়ে তাদের পরিবারে শোকের মাতম চলছে। রাতেলাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ