মোবাইল ফোন ব্যবহার করায় মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন এক বাবা।
ঘটনাটি ঘটেছে জর্ডানের উত্তরাঞ্চলীয় কাফর রাকবে এলাকায়।
তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ ঘটনার সম্পর্কে অবগত এক সূত্র জানায়, ১৫ বছর বয়সী ওই কিশোরী তার দাদির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সে বাড়িতে ফিরলে তার বাবা তাকে কুপিয়ে হত্যা করেন। এরইমধ্যে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি তদন্তকারীদের জানিয়েছেন যে, তার মেয়ে তাকে কিছু না জানিয়েই মোবাইল ফোন ব্যবহার শুরু করেছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই কিশোরের দেহে ২৫টির বেশি আঘাতের চিহ্ন ছিল।
জর্ডানের জননিরাপত্তা অধিদফতরের মুখপাত্র আমের আল সারতাভি বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তি তার দোষ স্বীকার করেছেন।

