সিলেট সিটি কর্পোরেশনে মিলবে করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ

আরো পড়ুন

সিলেট সিটি কর্পোরেশনে (সিসিকে) আগামী সোমবার ও মঙ্গলবার (১০ ও ১১ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

দুই দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেয়া হবে।

এক বিজ্ঞপ্তিতে নাগরিকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেয়ার আহবান জানিয়েছে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।

এদিকে যারা কমপক্ষে চার মাস আগে কোভিড-১৯ টিকার দ্বিতীয় বা তৃতীয় ডোজ নিয়েছেন প্রাপ্যতা অনুযায়ী তাদের তৃতীয় বা চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে। এই কার্যক্রমে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে নির্ধারিত টিকাদান কেন্দ্র থেকে নাগরিকরা টিকা নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিনব্যাপী টিকাদান কার্যক্রমে সম্মুখসারীর যোদ্ধা, ৬০ বছরের ঊর্ধ্ব, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে।

এছাড়া ৫-১১ বছর বয়সী যেসব শিশু এখনও প্রথম বা দ্বিতীয় ডোজ টিকা নেয়নি, তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুযায়ী করোনার টিকা দেওয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ