যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

আরো পড়ুন

সিলেটে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) ভোরে দক্ষিণ সুরমার বরেইকান্দি এলাকা থেকে ওসমান আলী এবং জালালাবাদ থানা পুলিশের পৃথক অভিযানে শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওসমান আলী দক্ষিণ সুরমা উপজেলার উমর আলীর ছেলে এবং শফিকুর রহমান সদর উপজেলার ফতেহপুর গ্রামের তাহের আলীর সন্তান। শফিকুর রহমান বর্তমানে সিলেট মহানগরীর ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওসমান আলীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে (মামলা নং-০৭(১০)২৪)। একইভাবে শফিকুর রহমানের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ