কালিগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা

আরো পড়ুন

ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টারপাড়া এলাকায় প্রতিবেশীর ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী একই এলাকার সফর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন মেহেদী। এর কিছুক্ষণ পর প্রতিবেশী আকরামের সঙ্গে কথা কাটাকাটি হয় মেদেহীর। একপর্যায়ে মেহেদীকে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে জখম করেন আকরাম। টের পেয়ে আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আকরামকে আটক করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ