মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আরো পড়ুন

মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। ওক্সাকার প্রসিকিউটর বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা জানান, প্রাথমিকভাবে ২৭ জনের নিহতের খবর পাওয়া গেছে এবং আহত ১৭ জনকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর এএফপির

রদ্রিগেজ জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিশদভাবে জানতে তদন্ত করা হচ্ছে। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, আহত অন্তত ছয়জন অচেতন ছিলেন এবং তাদের অবস্থা গুরুতর।

মেক্সিকোর রাষ্ট্রীয় কর্মকর্তা জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে বলেন, গাড়ির চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ভাগ্যবশত ২৫ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি।

প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং একটি ছেলে শিশু রয়েছে। এতে আরও ২১ জন আহত হয়েছেন।

খবরে বলা হয়, দুর্ঘটনাকবলিত বাসটি মেক্সিকো সিটি থেকে ইয়োসোন্ডুয়া যাওয়ার সময় মাগডালেনা পেনাস্কো শহরের কাছে হাইওয়ে থেকে উল্টে প্রায় ৮০ ফুট গভীর গিরিখাদে পড়ে যায়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। নিহতদের সবাই ছিলেন অভিবাসী।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ