গোপালগঞ্জ সড়কে প্রাণ গেল চারজনের

আরো পড়ুন

গোপালগঞ্জে অ্যাম্বুলেন্সের সঙ্গে এস্কেভেটর বহনকারী একটি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের আরামবাগ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আব্দুল মমিন নামে একজনের নামপরিচয় জানা গেছে। তিনি অ্যাম্বুলেন্সের চালক। তার বাড়ি রাজবাড়ীর কালুখালীতে। বাকি হতাহতদের নামপরিচয় জানা যায়নি। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।

জানা গেছে, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। আরামবাগ এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা মাটিকাটা এস্কেভেটর বহনকারী একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন চারজন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজন মারা যান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ ঢাকা মেইলকে বলেন, সকালের এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে।

গোপালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মারিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন চারজন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। হতাহতদের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ