ভোমরা দিয়ে এলো আরো ৬ ট্রাক কাঁচা মরিচ

আরো পড়ুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরো ৬ ট্রাক কাঁচা মরিচ দেশে এসেছে।

সোমবার (৩ জুলাই) বিকাল ৫টা পর্যন্ত মরিচের এই চালান ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সাতটি ট্রাকভর্তি কাঁচা মরিচ আসে। সোমবার বিকাল ৫টা পর্যন্ত এসেছে ছয় ট্রাক। দুই দিনে ১৩টি ট্রাকে ১৩০ টন মরিচ এসেছে। সোমবার সন্ধ্যার পর আরো মরিচের চালান আসবে।

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা জানান, প্রতি টন কাঁচা মরিচের এলসি মূল্য ৪৫০ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতি কেজি মরিচের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে তা ৬০ থেকে ৭০ টাকায় ধরে বিক্রি করা সম্ভব।

ভোমরা স্থলবন্দরের আরেক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রতিদিন যদি এই বন্দর দিয়ে ৩০ থেকে ৪০ ট্রাক বাংলাদেশে আসে এবং একইভাবে দেশের অন্যান্য বন্দর দিয়েও আসে, তাহলে এক সপ্তাহের মধ্যে দেশে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আসবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ