ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেও বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেতে বেশ জটিলতায় পড়তে হয় সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে। শেষে লিটন ম্যাচ খেলার সুযোগ পেলেও টুর্নামেন্ট থেকেই নিজেকে প্রত্যাহার করে নেন সাকিব। এবার দুজনকেই কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি-২০ লিগে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি। সোমবার (১৯ জুন) এ তথ্য জানানো হয়।
২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে গ্লোবাল টি-২০ লিগ। তাতে মন্ট্রিল টাইগার্সের আইকন খেলোয়াড় সাকিব। লিটন খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে। এমনকি লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার অনুমতিও পেয়েছেন সাকিব। সেখানে গল গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন তিনি। এটি ৩০ জুলাই শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলবে।
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সাকিব ও লিটনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সাকিবকে দুটি টুর্নামেন্টের জন্যই দেয়া হয়েছে। লিটন শুধু কানাডার লিগে খেলবেন। এরপর দেশে ফিরে আসবেন। আফগানিস্তান সিরিজ শেষ করেই দুজন কানাডার বিমান ধরবেন।
রবিবার টাইগার শিবিরে অনুশীলন করতে দেখা গেছে সাকিবকে। আফগানিস্তানের বিপক্ষে তাকে স্কোয়াডে রাখা হয়েছে।

