বেনাপোল পৌর নির্বাচনে ৭৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আরো পড়ুন

যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচনে মেয়র পদে চারজনসহ মোট ৭৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আগামী ১৭ জুলাই এই পৌর নির্বাচনের ভোট নেওয়া হবে।

রোববার (১৮ জুন) বিকেল ৪টা ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, মেয়র পদে চার জনের পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে যে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন—বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান স্বজন, বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন এবং যুক্তিযাদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসন উজ্জল।

নির্বাচন কর্মকর্তা জানান, সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ে বৈধ প্রার্থীরা ২৫ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন। এরপর ২৬ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট হবে ১৭ জুলাই। নির্বাচনে ভোট দেবেন বেনাপোল পৌরসভান ৩০ হাজার ৩৮৫ জন ভোটার।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ