বেনাপোল পৌরসভায় ভোট ১৭ জুলাই

আরো পড়ুন

যশোরের বেনাপোলসহ দেশের আটটি পৌরসভায় ভোট হবে আগামী ১৭ জুলাই।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভোটের এই তারিখ ঘোষণা করা হয়।

পৌরসভাগুলো হলো- পিরোজপুরের ভাণ্ডারিয়া, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার, পিরোজপুরের মঠবাড়িয়া, চাঁদপুরের ছেংগারচর, যশোরের বেনাপোল ও সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা।

তফসিল অনুযায়ী, এসব পৌরসভা নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ১৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।

এরপর ১৭ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ