ট্রাফিক পুলিশের উপরে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেলে আগুন দেন আরোহী

আরো পড়ুন

যশোরে মনিরামপুরে ট্রাফিক পুলিশের উপরে ক্ষিপ্ত হয়ে নিজের মোটরসাইকেলে আগুণ দিয়েছে কলেজ ছাত্র। রোববার (২৮মে) উপজেলার রাজগঞ্জের রামপুর মোড়ে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল আরোহী কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নের রায়টা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, মনিরামপুরের রাজগঞ্জের রামপুর মোড়ে রুটিন দায়িত্বে ছিলেন ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন। বেলা সাড়ে ১১ টার দিকে হাফিজুর ওই এলাকা অতিক্রম করছিলেন। চেকপোষ্টে গাড়ি থামানোর সিগনাল দেয় ট্রাফিক পুলিশ। মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে পারলেও ড্রাইভিং লাইনেন্স না থাকায় পুলিশ তাকে মামলা দেয়। এক পর্যায়ে বাকবিতন্ডার জের ধরে পালসার মডেলের মোটরসাইকেলে আগুন দেন হাফিজুর। হাফিজুর বলেন, পুলিশের অসৌজন্য আচারণে ক্ষিপ্ত হয়ে তিনি এ কাজ করেছেন।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আশিকুর রহমান বলেন, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে সার্জেন অফিসার কবির হোসেন জানান, মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইনেন্স না থাকায় মামলা দেয়া হয়েছে। পরে শুনেছি সে নিজের গাড়িটি আগুন লাগিয়ে দিয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ