সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গণবিক্ষোভ মিছিল করেছে যশোর স্বেচ্ছাসেবক লীগ। রোববার বিকেলে টাউনহল ময়দান গণবিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন যশোর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসাদুজামান মিঠু।
মিছিল শেষে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা সমাবেশে বক্তব্যে দেন আহ্বায়ক আসাদুজামান মিঠু। তিনি বলেন, বিএনপি-জামায়াত আগামী সংসদ নির্বাচন বাঞ্চাল করতে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবারো আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করছে। তাদের সকল ষড়যন্ত্র স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রুখে দেওয়ার ঘোষণা দেন।
আহবায়ক আলহাজ্ব আসাদুজামান মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন, যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবির, মিকাঈল হোসেন, রাফেদ রেজা রতন,শহর কমিটির আহবায়ক মাহমুদুল হাসান সুমন,যুগ্ম আহবায়কবৃন্দ নজরুল ইসলাম সোহাগ, শেখ মো: ইব্রাহিম, শাহাজাদা নেওয়াজ,জাহিদ হোসেন ও নজরুল ইসলাম, চৌগাছা উপজেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান রিন্টু, ঝিকরগাছা উপজেলা কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, বেনাপোল পৌরঃ কমিটির সভাপতি জুলফিকার আলি মন্টু, আব্দুল গফফার গফুর, আসলাম বিশ্বাস, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন, অরবিন্দু হাজরা, শফি কামাল, ইদ্রিস আলী, শেখ পলাশ,শামছুর রহমান প্রমুখ।

