যশোরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

আরো পড়ুন

যশোরের চৌগাছা থানার সামনে তার নিজ বাসা থেকে মিজানুর রহমান (৬০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১ টার দিকে ঝুলন্ত অবস্থায় প্রতিবেশিরা লাশ উদ্ধার করেন।

পরে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজানুর রহমানের বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে শহরের থানা পাড়ায় নিজ বাসাবাড়িতে বসবাস করছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী শেফালি খাতুন জানান, দুই ছেলে ঢাকায় থাকেন। সেখানে লেখাপড়ার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। যে কারণে স্বামী-স্ত্রী দুজনই বাড়িতে থাকতেন। থানার সামনে একটি ভ্যারাইটি স্টোর চালাতেন মিজানুর। ঘটনার দিন একসাথে সকালের খাবার খেয়ে স্ত্রী শেফালি খাতুন সকাল ১০ টার দিকে উপজেলার মুক্তদাহ গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানেই মৃত্যুর খবর পান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল ওই ব্যক্তির দেহ। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ