যশোরে গাঁজাসহ দুই ভুয়া পুলিশ ধরা

আরো পড়ুন

যশোরে গাঁজা-মোটরসাইকেলসহ ইব্রাহিম হোসেন ও মামুন হোসেন নামে দুই ভুয়া পুলিশ আটক হয়েছেন।

শনিবার (২৭ মে) বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের আটক করে।

আটককালে ইব্রাহিমের কাছ থেকে এক পুরিয়া গাঁজা এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক ইব্রাহিম হোসেন যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের মধ্যপাড়ার ফারুক হোসেনের ছেলে এবং তার সহযোগী মামুন হোসেন বোলপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, ইব্রাহিম হোসেন পুলিশ কনস্টেবল পদে চাকরি করতেন। নানা অভিযোগে চাকরিচ্যুত হওয়ার পর তিনি বিভিন্ন স্থানে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণাসহ মাদকের কারবার করে আসছিলেন বলে জানা গেছে।

এছাড়াও তারা মোটরসাইকেলে পুলিশ লেখা স্টিকার লাগিয়ে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন বলে অভিযোগ।

এ ঘটনায় আটক দুজনের নামে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ