যশোরে স্কুল-কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুল সংগীত, কবিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারি মাইকেল মধুসূদন দত্ত (এমএম) কলেজে নজরুল-জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এসএম শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজরুল-জয়ন্তী উদযাপন কমিটির আহŸায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর আখতার হোসেন।
অন্যদিকে, যশোর জিলা স্কুলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বিশেষ অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। এছাড়াও বক্তব্যে রাখেন, সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী) শফিয়ার রহমান, সিনিয়ার শিক্ষক নজরুল ইসলাম, জামাল উদ্দিন, উত্তম কুমার মন্ডল। দোয়া পরিচালনা করেন, সহকারি প্রধান শিক্ষক (দিবা) মহিউদ্দিন।

