এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে যশোরে মানবন্ধন

আরো পড়ুন

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের  সামনেএমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট যশোর জেলা শাখার উদ্দ্যগে মানবন্ধন হয়।

মানবন্ধনে উপস্থিত ছিলেন জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সদস্য সচিব জসীম উদ্দীন আহমেদ, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স, জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের যুগ্ম-সদস্য সচিব আবুল বাশার, বাংলাদেশ শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সভাপতি এহসানুর রহমান দুলাল, অভয়নগর উপজেলার সভাপতি শেখ নজরুল ইসলাম, মনিরামপুর উপজেলার সভাপতি প্রভাস কুমার দাস, শার্শা উপজেলার সভাপতি জিয়াউর রহমান, শিক্ষক নেতা আবুল কালাম, কামরুজ্জামান প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হলেও শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে। অধ্যক্ষ থেকে কর্মচারী পর্যন্ত নামমাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পান ২৫ শতাংশ। অবসর ও কল্যাণ ট্রাস্টে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে বেতনের ১০ শতাংশ কেটে রাখলেও ৬ শতাংশের বেশি সুবিধা এখনও দেওয়া হয় না এবং বৃদ্ধ বয়সে যথাসময়ে এ টাকা প্রাপ্তির নিশ্চয়তা নেই। দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ