মুক্তিযুদ্ধের ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক, ছাত্র ইউনিয়নের সাবেক কার্যকারী সভাপতি ও ঐক্য ন্যাপের সভাপতি
পঙ্কজ ভট্টাচার্যের স্মরণে যশোরে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫টায় যশোর আইনজীবী সমিতি মিলনায়তনে এ শোক সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা কমিটি।
অনুষ্ঠানে খোন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি হাবিবা শেফা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান মজনু, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, এ্যাডঃ আয়নাল হোসেন, জেলা বাসদের সমন্বয়ক কমরেড হাসিনুর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু, জেলা সিপিবির সভাপতি এ্যাডঃ আবুল হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক আকরাম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাডঃ দেবাশীষ রায়।
সভায় বক্তারা বলেন, সমাজ পরিবর্তনে নিবেদিত প্রাণ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, প্রাণবৈচিত্র রক্ষা, নারীর অধিকার প্রাতিষ্ঠা, বৈষম্য বিলোপসহ বহুমাত্রিক রাজনৈতিক, সামাজিক ও নাগরিক আন্দোলনের রূপকার ও সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে জাতি আত্মত্যাগী একজন রাজনৈতিক নেতাকে হারাল। তিনি আদর্শিক রাজনীতি করতেন। ক্ষমতার ভাগবাটোয়ারার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। সারাটা জীবন লড়াই করেছেন জনগণের মুক্তির জন্য। তিনি ছিলেন নির্লোভ রাজনীতির জীবন্ত প্রতীক।

