চট্টগ্রামে শিশুকে অপহরণের পর হত্যা, গ্রেফতার ২

আরো পড়ুন

চট্টগ্রামে নগরীতে অপহরণের পাঁচ দিন পর শফিউল ইসলাম রহিম নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আজম খান এবং মজিব দৌলা হৃদয় নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন গোলাপের দোকান মাজার গেইট এলাকার নির্মাণাধীন ভবন থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়।

সিএমপি’র চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম বলেন, গত ২৯ এপ্রিল প্রতিবেশী আজমের নেতৃত্বে শিশু রহিমকে অপহরণ করা হয়। ওই শিশুকে নিমার্ণাধীন ভবনে নিয়ে গেলে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে গাছ দিয়ে পিটিয়ে শিশুটিকে হত্যা করা হয়। সেখানেই রহিমের মরদেহ মাটি চাপা দেয়া হয়। অভিযোগের ভিত্তিতে বুধবার আজমকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। একই সাথে ঘটনার আরেক অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ