কুষ্টিয়ায় প্রতিপক্ষের দেওয়া আগুনে মৃত বেড়ে ৩

আরো পড়ুন

কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা ও পেট্রোল ঢেলে বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ফারুক মণ্ডল (২২) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এছাড়া অনেকেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ফারুক মণ্ডল দৌলতপুর উপজেলার চিলমারী গ্রামের মৃত দিনু মন্ডলের ছেলে। তারা বাবা দিনু মন্ডল ও প্রতিবেশী আক্তার মন্ডল গত রবিবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আক্তার মন্ডল (৪০) চিলমারী গ্রামের তোফাজ্জল হোসেননের ছেলে। এবং দিনু মণ্ডল (৬৫) একই গ্রামের দবির মণ্ডলের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান কাজীর ছেলে সাইদুল কাজী (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, বিশু মণ্ডলের ছেলে ফজলু ডাক্তার ঢাকা পঙ্গু হাসপাতালে এবং জখম ও দগ্ধ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ ঘটনায় গত ২৮ মে দুপুরে স্থানীয় মোজাম মণ্ডল বাদী হয়ে ৭৩ জনের নামসহ ১০০-১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই দিন রাতে ১৪ আসামিকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের পরের দিন দুপুরে জামিন দিয়েছেন আদালত। এ মামলায় মোট ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, পুড়িয়ে হত্যার উদ্দেশে প্রতিপক্ষের লোকজন মন্ডল গ্রুপের লোকজনদের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন অস্ত্র দিয়ে কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে প্রায় ২৫ জনকে গুরুতর আহত করে। এলাকায় সার্বক্ষণিক পুলিশ রয়েছে। এলাকার পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ