সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার

আরো পড়ুন

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি মো. মিজানুর রহমান ওরফে খোড়া মিজানকে গ্রেফতার করেছে র‌্যাব -৬ সাতক্ষীরা। বুধবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন চাচূড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৪ মে) সকালে প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে বিষয়টি জানানো হয়েছে। গ্রেফতার মিজানুর রহমান (৪০) সাতক্ষীরা সদরের ইনসান আলীর ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, মিজানুর রহমান সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। ২০১৩ সালের আগস্ট মাসে খুলনার আসামি মিজানুর রহমান বিপুল পরিমাণ ফেনসিডিলসহ খুলনার খালিশপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তিনি। মাদক মামলায় ২০২০ সালের ৩ সেপ্টেম্বর বিচাকার্য শেষ শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে আদালত। মামলার রায় হওয়ার পরে আসামি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আত্নগোপনে থাকে। বুধবার তাকে নড়াইলের চাচূড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ