আগামীকাল রবিবার (৩০ এপ্রিল) শুরু হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যেই প্রশ্নপত্র মাঠপর্যায়ে পৌঁছে গেছে। প্রস্তুত করা হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলো।
এবার এ পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যাই বেশি। পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।
এবারো সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। তবে তাদের ১০০ নম্বরেই প্রশ্ন করা হবে। আর পরীক্ষার সময়ও থাকবে পূর্ণ ৩ ঘণ্টা।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহবায়ক অধ্যাপক তপন কুমার সরকার জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এবার পরীক্ষাসংক্রান্ত যে কোনো অপরাধ প্রতিরোধে কঠোর থাকবে প্রশাসন। পরীক্ষা চলাকালে ফেসবুকে প্রশ্নফাঁস নিয়ে গুজব এবং মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেনে নজরদারি রাখা হবে। প্রশ্ন ছাপানোর সঙ্গে সম্পৃক্ত বিজি প্রেসের সব কর্মকর্তা ও কর্মচারীকে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে। এমনকি প্রশ্ন বাছাই ও বহনে জড়িত শিক্ষক ও কর্মকর্তারাও থাকবেন নজরদারিতে।
গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। তাদের মধ্যে ছাত্রীই ৩৮ হাজার ৬০৯ জন। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে।

