অবশেষে এলো বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া

আরো পড়ুন

রাজধানীসহ সারাদেশে কয়েকদিন ধরে চলছে তীব্র তাপদাহ। এরমধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টির দেখা মিললেও জনজীবন অতিষ্ট ছিল রাজধানীবাসীর। অবশেষ শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পল্টন, গুলিস্তান, গেন্ডারিয়া ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

এদিন দুপুরের পর থেকেই দেখা যায় মেঘের ঘনঘটা রাজধানীর বিভিন্ন এলাকায়। বিকেলের দিকে শুরু হয় বাতাস। সাড়ে ৫টার দিকে ঢাকার কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকে।

এর আগে সকাল ৯টার দিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ