কুষ্টিয়ায় আগুনে পুড়ে প্রাণ গেলো দুই বোনের

আরো পড়ুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আগুনে পুড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বিকালে দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্না করছিলেন। এ সময় রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ড ঘটলে মুহূর্তের মধ্যে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। দুখু মিয়ার বসতঘরে তার দুই শিশুকন্যা সোনিয়া (৮) ও শর্মিলা (২) ঘুমিয়ে ছিল। আগুন ঘরে দ্রুত ছড়িয়ে পড়লে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে দগ্ধ হয়ে তারা মারা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দুটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয় এবং পুড়ে মারা যায় দুই শিশুকন্যা। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ