বাংলাদেশে সন্ত্রাসবাদের মাত্রা কমেছে। গ্লোবাল টেররিজম ইনডেক্স-২০২৩ (জিটিআই) অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন ৪৩তম। সংস্থাটির আগের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ৪৫তম। বর্তমানে সন্ত্রাসবাদের শীর্ষে রয়েছে আফগানিস্তান।
গত এক দশকে বিশ্বের ১৬৩টি দেশে সন্ত্রাসবাদের মূল প্রবণতা ও ধরনে কী কী পরিবর্তন এসেছে, তার সার্বিক হিসেবে জিটিআইয়ের প্রতিবেদনটি করা হয়েছে।
সন্ত্রাসী হামলায় গত পাঁচ বছরে হতাহত, জিম্মিসহ বিভিন্ন ঘটনায় ১০ স্কোরের ভিত্তিতে প্রতিটি দেশের র্যাঙ্ক নির্ধারণ করা হয়েছে। যে দেশের স্কোর যত বেশি, সে দেশের র্যাঙ্ক তত ওপরে। অর্থাৎ, সে দেশে সন্ত্রাসবাদের মাত্রা বেশি।
জিটিআইয়ের প্রতিবেদনটি তৈরি করেছে ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) নামের একটি বহুজাতিক থিঙ্ক ট্যাংক। প্রতিবেদন ও র্যাঙ্কটি তৈরি করতে টেররিজম ট্র্যাকার ও অন্য উৎস থেকে তথ্য সংগ্রহ করেছে আইইপি। ২০০৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬৬ হাজার সন্ত্রাসী হামলার তথ্য রয়েছে আইইপির কাছে।
জিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রতিবেশীদের মধ্যে পাকিস্তান ৬ষ্ঠ, মিয়ানমার ৯ম এবং ভারত ১৩তম অবস্থানে রয়েছে।
জিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ১০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ৩ দশমিক ৮২৭। পাকিস্তানের ৮ দশমিক ১৬, মিয়ানমারের ৭ দশমিক ৯৭৭, ভারতের ৭ দশমিক ১৭৫। শীর্ষে থাকা আফগানিস্তানের স্কোর ৮ দশমিক ৮২২।

